পরিচিতি
গৌরনদী পৌরসভা কার্যালয় (পৌর ভবন) টি ০৫ নং ওয়ার্ডের চরগাধাতলী ১৯ টি মৌজায় পৌরসভার নামে রেকর্ডীয় মোট ০.৮৫ একর জমির উপর বিদ্যমান। পৌরসভার অধিক্ষেত্র মোট ১৯ টি মৌজায় বিদ্যমান। এর উত্তরে বার্থী ইউপি, দক্ষিণে মাহিলাড়া ইউপি, পূর্বে নলচিড়া ইউপি, এবং পশ্চিমে চাঁদশী ইউপি অবস্থিত। এর আয়তন ১৭ বর্গ কিঃ মিঃ। মোট জনসংখ্যা ৫০২৫৫ জন (২০১১ সালের আদমশুমারী অনুসারে), তন্মধ্যে পুরুষ ২৫৩৯৩ জন এবং মহিলা ২৪৮৬২ জন। পৌরসভায় পাকা রাস্তার পরিমাণ ৬০.৫০ কিঃ মিঃ। সোলিং এবং হেরিং বন্ড রাস্তার পরিমাণ ২৬ কিঃ মিঃ এবং কাঁচা রাস্তার পরিমাণ ৪৮ কিঃ মিঃ। সড়ক বাতির সংখ্যা ১৫৯১ টি. হাট বাজার ১০ টি। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮ টি। পৌরসভার গড় শিক্ষার হার ৫৯.০৪%। পৌরসভাটি গত ২৬-১২-১৯৯৬ খ্রিঃ তারিখে সৃষ্টি হয়।